হোস্টেল কমিটি
Hostel Committee

Alternative text - include a link to the PDF!

চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখা ও সুষ্ঠ পরিচালনার নিমিত্তে নিম্নোক্ত শিক্ষকবৃন্দের সমন্বয়ে ছাত্রাবাস কমিটি নিম্নরূপ: 

হোস্টেল কমিটি: (জেষ্ঠতার ভিত্তিতে নহে)

  1. ডা. মো. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারী, চমেক             সভাপতি
  2. ডা. মো. শাকিল ওয়ায়েজ, সহযোগী অধ্যাপক, মেডিসিন, চমেক             সদস্য
  3. ডা. মুকেশ কুমার দত্ত, সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন, চমেক                         সদস্য
  4. ডা. শাহানা বেগম, সহকারী অধ্যাপক, গাইনী, চমেক             সদস্য
  5. ডা. মো. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজী, চমেক             সদস্য
  6. ডা. মো. মাসুদ রানা, সহকারী অধ্যাপক, ফার্মাকোলজী, চমেক।             সদস্য
  7. ডা. মো. রিজোয়ান রেহান, সহকারী অধ্যাপক, কার্ডিওলজী                                     সদস্য-সচিব (তত্ত্বাবধায়ক)

 

কমিটির কার্যপরিধি:

(১) ছাত্রাবাস পরিচালনার নীতি নির্ধারন বিষয়ে পরামর্শদান, কর্মপরিকল্পনা প্রনয়ন।

(২) প্রতিমাসে নির্ধারিত তারিখে ছাত্রাবাস কমিটির সভা আহবান।

(৩) মাসিক কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন ও প্রতিবেদন প্রেরন।

(৪) ছাত্রাবাসের উন্নয়নের লক্ষে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান।

(৫) ছাত্রাবাস কর্মচারী, ডাইনিং, বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইত্যাদি কার্যক্রম তদারকি।

(৬) ছাত্রাবাসে সিট বরাদ্ধ, সীট সংখ্যা ইত্যাদি কার্যক্রম তদারকি।

(৭) প্রতিমাসে প্রথম সপ্তাহে ছাত্রাবাস পরিদর্শন, প্রতিবেদন দাখিল।