
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচী
তারিখ : 20/02/2022 | সময় : 10:08 am
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।
নং-চমেক/৫৯৬ তারিখ: ১৭/০২/২০২২ খ্রি.
বিষয় : অমর ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচী।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২১ শে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্যোগে নিম্নোক্ত কর্মসূচী গ্রহন করা হয়েছে।
ক্র: |
কর্মসূচী |
সময় |
স্থান |
বাস্তবায়ন/তত্ত্বাবধানে |
১. |
জাতীয় পতাকা অর্ধনমিত করন। |
ভোর ৬.০০টা |
অধ্যক্ষের কার্য্যালয়, চমেক। |
অধ্যক্ষের দপ্তর |
২. |
শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। |
সকাল ৮.৩০ টা |
শহীদ মিনার, চমেক। |
অধ্যক্ষের দপ্তর |
৩. |
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। |
সকাল ৮.৪৫ টা |
জাগ্রত রেসকোর্স, চমেক। |
অধ্যক্ষের দপ্তর |
৪. |
ভাষা শহীদদের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া । |
দুপুর ১.১৫ টা |
কেন্দ্রীয় জামে মসজিদ, চমেক। |
ইমাম/মোয়াজ্জিন |
উক্ত কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল শিক্ষক, চিকিৎক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাসময়ে কলেজ লবিতে (নতুন একাডেমিক ভবন নীচ তলা) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। জাতীয় অনুষ্ঠানের সুষ্ঠ ব্যবস্থাপনার সুবিধার্থে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি/অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করার জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠনের থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি হিসেবে ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহীদ মিনারে ও জাগ্রত রেসকোর্সে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন।
শহীদ দিবসের ভাবগাম্ভীর্য রক্ষা, শহীদ মিনারের মর্যাদা সমুন্নত রাখা, সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে/জাগ্রত রেসকোর্সে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য সকলকে অনুরোধ করা হলো।
অধ্যাপক সাহেনা আক্তার
অধ্যক্ষ
চট্টগ্রাম মেডিকেল কলেজ।