Notice
Sheikh Russel Day 2022 has been celebrated in Chittagong Medical College

চট্টগ্রাম মেডিকেল কলেজে নানা আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ পালিত।

তারিখ : 18/10/2022 | সময় : 2:13 pm

চট্টগ্রাম মেডিকেল কলেজে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে আটটায় পুষ্প অর্পন কর্মসূচির মাধ্যমে শুরু হয় শেখ রাসেল দিবসের আয়োজন।

 

সকাল ৯টায় দোয়া মোনাজাতের পর নতুন একাডেমিক ভবন সেমিনার হলে শেখ রাসেলের শিশু-কিশোর জীবনের ওপর “শেখ রাসেল ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  অধ্যাপক মো. হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে এবং ডার্মাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় কুমার ঘোষ এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউরোসার্জারী বিভাগের প্রধান অধ্যাপক এস. এম. নোমান খালেদ চৌধুরী, ডেন্টাল বিভাগের প্রধান অধ্যাপক মো. আকরাম পারভেজ চৌধুরী,  রেডিওলজী বিভাগের প্রধান অধ্যাপক সুভাষ মজুমদার, অর্থোপেডিক সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক চন্দন কুমার দাশ, শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক এ. কে. এম রেজাউল করিম, অর্থোপেডিক সার্জারী বিভাগের অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

 

দোয়া-মোনাজাত পরিচালনা করেন সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুছ হারুন চৌধুরী। এছাড়া বাদ জোহর কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।