Notice
চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হোস্টেল সিট বরাদ্ধ/পূন: বন্টন ।
তারিখ : 03/04/2023 | সময় : 2:37 pm
চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে হোস্টেল কমিটির সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে সংযুক্ত তালিকা অনুযায়ী প্রধান ছাত্রাবাসে সিট বরাদ্ধ/পুন: বন্টন করা হলো। আগামী ৫ এপ্রিল ২০২৩ খ্রি. ২.৩০ ঘটিকার মধ্যে বরাদ্ধপ্রাপ্ত কক্ষে স্ব-স্ব সিটে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হলো।
আগামী ৫ এপ্রিল ২০২৩ খ্রি. ২.৩০ ঘটিকার মধ্যে শিক্ষার্থীদের স্ব-স্ব হোস্টেল সিট বরাদ্ধপত্র সংগ্রহ করতে হবে। শিক্ষকবৃন্দ হোস্টেল পরিদর্শনকালে/সংশ্লিষ্ট বাহিনীর চাহিদা অনুযায়ী উক্ত বরাদ্ধপত্র দেখাতে বাধ্য থাকবে। সিট বরাদ্ধপত্র অত্র কার্যালয়ের ডেসপাস শাখায় জনাব মো. আবচার উদ্দিন এর নিকট পাওয়া যাবে।